রাজধানীর দারুস সালাম এলাকায় মাদক সেবীদের হামলায় আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শুক্রবার রাতে আহত কলেজ শিক্ষার্থী আবদুর রহমান রায়হানের বাবা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত তিন শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন- আরাফাত ইসমাইল আলিফ, আব্দুর রহমান রায়হান ও হেমন্ত।
স্বজনরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে দারুস সালামের খালেক পাম্প মসজিদের পেছনে বখাটেরা মাদক সেবন করছিল। এসময় সেখানে অবস্থানরত ৩ শিক্ষার্থী এর প্রতিবাদ করলে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আহত হন ৩ শিক্ষার্থীই। তাদের প্রথমে কল্যাণপুর ইবনে সিনা এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
মতামত দিন