বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আজ রাজধানীর ১০টি স্থানে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এসব শান্তি সমাবেশে উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতারা।
এসব কর্মসূচির মধ্য দিয়ে ঢাকায় বড় শোডাউন দিতে চায় ক্ষমতাসীনরা। এছাড়া সারা দেশের অন্য মহানগরগুলোর থানায় থানায় নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন-জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাস স্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে থাকবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
মোহাম্মদপুর টাউন হলের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
এদিকে উত্তরার আজমপুর আমিন কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
এছাড়া মধ্য বাড্ডা ইউলুপের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এছাড়া দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বিকেল ৩টা থেকে শ্যামপুর, যাত্রাবাড়ী, ঢাকেশ্বরী বালুর মাঠ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, মুগদা, ধানমন্ডি ৩২-এ শান্তি সমাবেশ হবে। প্রতিটি সমাবেশ বিকেল ৩টায় স্ব-স্ব স্থানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত দুই মাস ধরেই বিএনপির রাজনৈতিক কর্মসূচির বিপরীতে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ। বিভিন্ন সময় শান্তি সমাবেশে দলের নেতারা কর্মীদের রাজপথে সক্রিয় ও সতর্ক থাকতে নির্দেশ দেন। তবে সংঘাতে না যাওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।
মতামত দিন