• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিত ১২:০৩ অপরাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ছবি সংগ্রহীত
টাইমবাংলা নিউজ ডেস্কঃ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে(কেরানীগঞ্জে)আবু সাঈদ হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দাবি এটি একটি স্বাভাবিক মৃত্যু। মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের অফিস মর্গে রাখা হয়েছে। তার পিতার নাম মৃত ইয়াছিন।

এবিষয়ে কারারক্ষী মোঃ মানিক হোসেন জানান, সোমবার (৬ মার্চ) ভোর রাতের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে(কেরানীগঞ্জে) বন্দি থাকা অবস্থায় হাজতি মোঃ আবু সাঈদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

সর্বশেষ