শনিবার (১১ মার্চ) ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ বিজনেস সামিট। প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)। দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকায় আসন্ন বিজনেস সামিটে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
বৃহস্পতিবার রাজধানীর ফেডারেশন ভবনে বিজনেস সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সামিটের সবশেষ প্রস্তুতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার বড় সুযোগ থাকছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, সরকারি-বেসরকারি খাতসহ এবারের সম্মেলনে ১৬টি দেশের দুইশর বেশি অতিথি অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এর মধ্যে বিশ্বের নামকরা ১২টি কোম্পানির প্রধান নির্বাহীরা থাকছেন। বিজনেস সামিটে বিনিয়োগ সম্ভাবনা ও দেশের ব্র্যান্ডিং করা হবে।
তিনটি প্লেনারি সেশন ও ১৪টি প্যারালাল সেশন থাকছে এ সম্মেলনে। আলোচনা হবে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের নানা উপায় নিয়ে। এফবিসিসিআইয়ের আশা, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যকে ত্বরান্বিত করবে এ বিজনেস সামিট।
আন্তর্জাতিক এ সম্মেলনে সম্মাননা দেওয়া হবে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের।
মতামত দিন