• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভুয়া নিয়োগ-কাণ্ডে চাকরি হারালেন মুখ্যমন্ত্রী মমতার ভাইজি

  • প্রকাশিত ১২:০৩ অপরাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
ভুয়া নিয়োগ-কাণ্ডে চাকরি হারালেন মুখ্যমন্ত্রী মমতার ভাইজি
ছবি সংগ্রহীত
টাইমবাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে ভুয়া নিয়োগ-কাণ্ডে চাকরি হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়। শুক্রবার কলকাতা আদালতের রায়ে ক্লার্কের চাকরি হারান বৃষ্টি।

নিয়োগে দুর্নীতি ইস্যুতে সম্প্রতি শক্ত অবস্থান নিয়েছেন কলকাতা আদালত। নবম-দশম এবং গ্রুপ-ডির পর এবার আদালত নজর দিয়েছেন গ্রুপ-সিতে। ওই পদের চাকরিতে ওএমআর শিটে ৯০ শতাংশ কারচুপি করা হয়েছে বলে তদন্তে ওঠে এসেছে।

এরই মধ্যে ২০১৬ সালের গ্রুপ-সি পদে গড়মিলের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যেখানে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের। বিজেপি সমর্থকদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে ভাইজিকে চাকরি পাইয়ে দিয়েছেন মমতা।

জানা গেছে, গ্রুপ সি পদে মোট ৩ হাজার ৪৭৭ জনের ওএমআর সিট নতুন করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ১১৫ জনের ওএমআর সিটে গরমিল রয়েছে। অর্থাৎ ৯০ শতাংশ ওএমআর সিটে গোলমাল রয়েছে।

আদালতের নির্দেশেই ৩ হাজার ১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৬০৮ নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। ওই তালিকার ১৫৫ নম্বরে নাম রয়েছে বৃষ্টির।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে। মাঝে মধ্যেই মামার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নীহার বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বৃষ্টিকে।

সর্বশেষ