সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়া হল যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। নিউইয়র্কভিত্তিক ব্যাংকটির নাম সিগনেচার ব্যাংক। রোববার সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন।
মার্কিন ব্যাংকিং ইতিহাসের তৃতীয় বৃহত্তম ব্যর্থতার ঘটনা হিসেবে রোববার বন্ধ হয়ে যায় নিউ ইয়র্কভিত্তিক ব্যাংকটি। মূলত শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) নিয়ন্ত্রণ নিয়েছে সিগনেচার ব্যাংকের। এই ব্যাংকের সম্পদের পরিমাণ ১১০.৩৬ বিলিয়ন ডলার। বছরের শেষ দিকে ব্যাংকটির আমানত ছিল ৮৮.৬ বিলিয়ন ডলার।
তবে গ্রাহকরা সোমবার থেকেই তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এদিকে বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে ব্যহত হতে পারে দেশটির অর্থনীতি। সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন।
মতামত দিন