• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় ইসি: সিইসি

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় ইসি: সিইসি
ছবি সংগ্রহীত
এ টি এম ফিরোজ মন্ডল (বিশেষ সংবাদদাতা ):-

জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৩ মার্চ) নির্বাচন কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত করার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা জানান।

এ সময় কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ তথ্য সংগ্রহের সুযোগ থাকলে স্বচ্ছতা নিশ্চিত হবে। স্বচ্ছতার অভাবে মানুষের কাছে গত নির্বাচন বিতর্কিত হয়ে থাকতে পারে। ইসি স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। সরকার স্বচ্ছতায় বিশ্বাস করলে অবাধ-সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচনের দিন মোবাইল বা ইন্টারনেটের নেটওয়ার্ক স্লো করা উচিত হবে না। এটা কোন প্রতিষ্ঠান করে তা জানা নেই। তবে সরকারের উচিত হবে সতর্ক থাকা।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির-আরএফইডি কমিটি ও সদস্যরা অংশ নেন।

গণমাধ্যমকর্মীরা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরনের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করলে একটি স্বচ্ছ নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কমিশনের বিতর্কের উর্ধে থাকার সুযোগ থাকবে। গণমাধ্যমের বিপক্ষে ইসির অবস্থান নয়। দায়িত্বশীলতার সাথে সংবাদ উপস্থাপন করতে হবে।

সর্বশেষ