গুলিস্তানের সিদ্দিকবাজার বিস্ফোরিত ভবনের সামনের অংশে ২৬ ফুট জায়গায় কর্ডন করে রাখতে হবে। পাশাপাশি ওই ভবনের সামনের সড়ক দিয়ে রাত ১০ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধ থাকার সুপারিশ করেছে রাজউকের তদন্ত কমিটি। আর ভবনটি ব্যবহার করা যাবে কিনা তার জন্য ডিটেইলস ইঞ্জিনিয়াংরি অ্যাসেসমেন্ট করতে হবে।
এদিকে তদন্ত সংশ্লিষ্টরা আরো জানান, পাঁচতলার অনুমোদন নিয়ে এ ভবনটিকে বানানো হয়েছে সাত তলা।
৭ মার্চ বিকেলে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ক্যাফে কুইন ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি ভবনও। এতে মৃত্যু হয় ২৩ জনের।
বিস্ফোরিত এ ভবনটির অবস্থা জানতে ছয় সদস্য তদন্ত কমিটি করে রাজউক। পাঁচ দিনের তদন্ত শেষে সোমবার প্রতিবেদন দেয় ওই কমিটি। এতে ভবনটিকে আপাতত ব্যবহার না করা সহ পাঁচ দফা সুপারিশ করেছে তারা।
রাজউকের তদন্ত কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, তদন্ত কমিটি জানায়, গুলিস্তানের সিদ্দিকবাজার বিস্ফোরিত ভবনের সামনের অংশে ২৬ ফুট জায়গায় কর্ডন করে রাখতে হবে, রাত ১০ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধ থাকবে। আর ভবনটি ভেঙে ফেলতে হবে কিনা তার জন্য ডিটেইলস ইঞ্জিনিয়ার অ্যাসসেমন্ট করতে হবে। তবে এ বিস্ফোরণে আশপাশের ভবনের ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করেনি রাজউক।
রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা জানান, ১৮০ দিনের ডিটেইলস ইঞ্জিনিয়ার অ্যাসসেমন্ট করতে হবে। আর তদন্ত কমিটি সুপারিশ সিটি কর্পোরেশন সহ অন্য সংস্থাকে পাঠানো হবে।
১৯৮৩ সালে নির্মাণ নির্মাণ করা হয়েছে এ ভবনটি।
রাজউক বলছে, এ ভবণটি বাণিজ্যিক হিসেবে পাঁচ তলার অনুমোদন নিয়ে সাত তলা করা হয়েছে। এর মধ্যে উপরে চারতলা ছিল আবাসিক।
মতামত দিন