পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা, হাসপাতাল ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলছে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসেও নতুন সূচি শুরু হবে বলে জানানো হয়েছে।
মতামত দিন