এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এডিবির সাথে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক সংকটের মধ্যেই অনেক উন্নয়ন সহযোগী সুদের হার বাড়ানোয় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটির অর্থায়নের তৃতীয় বৃহত্তম গ্রাহকও বাংলাদেশ। গত ৫০ বছরে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মোট ২১.১ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এডিবি।
এডিবির সাথে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে এডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এডিবির অর্থায়ন বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৪ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
এ সময় বাংলাদেশের চলমান অগ্রগতির প্রশংসা করে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার জানান, উন্নয়ন সহযোগীতা অব্যাহত রাখবে সংস্থাটি।
মতামত দিন