সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আট সাংবাদিকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বর্তমান কমিটির সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফসহ পাঁচ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৫ মার্চ) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বুধবার সকাল ১০টা থেকে ২০২৩-২৪ মেয়াদে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শুরু হয় দুপুর ২টার পর। কমিটির আহ্বায়ক নিয়োগ নিয়ে বিরোধের জেরে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়। ১৪টি পদে কমিটি নির্বাচনে আজ ও আগামীকাল হবে এই ভোট গ্রহণ।
সোমবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী পদত্যাগ করায় ভোটগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। মঙ্গলবার বিকাল থেকেই আওয়ামী পন্থীদের সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত পন্থীদের নিল প্যানেল মুখোমুখি অবস্থানে রয়েছে। রাতেই ছিঁড়ে ফেলা হয় প্রায় তিন হাজার ব্যালট পেপার।
দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মতামত দিন