বঙ্গবন্ধুর আদর্শ ও মানবিক গুণাবলি নিয়ে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শিশু স্নেহা ইসলামের সভাপতিত্বে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষায় ২ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে সরকার সরাসরি অর্থ দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়তে প্রাথমিক স্তর থেকে কার্যক্রম শুরু হয়েছে। পরে দর্শক সারিতে বসে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সপরিবারে জাতির পিতার সমাধিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রীয় সালাম জানান সশস্ত্র বাহিনীর একদল চৌকস সদস্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেন ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে। পরে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
মতামত দিন