• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নওগাঁয় চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
নওগাঁয় চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১
ছবি সংগ্রহীত
টাইমবাংলা নিউজ ডেস্কঃ

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকপদে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে ভুয়া নিয়োগ পত্রের মাধ্যমে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মুল হোতা হারুনুর রশিদ(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল।

তাকে নওগাঁর বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রাম থেকে শুক্রবার দিবাগত গভীররাতে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেফতার হারুনুর রশিদ বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের আব্দুল জলিল মণ্ডলের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেপ্তার হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে প্রতারণার সাথে জড়িত। সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দৃঢ় সর্ম্পকের কথা বলে চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস ও ভুয়া নিয়োগ পত্র দিয়ে সে ও তার সিন্ডিকেটের ৩/৪জন সদস্য প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো।

২০২২ সালে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে হারুনুর রশিদ সেনাবাহিনীতে চাকরি দেয়ার জন্য একজন প্রার্থীর কাছ থেকে ১৩ লাখ টাকা নেন এবং একটি নিয়োগ পত্র দেন। পরে ওই পদে যোগ দিতে গিয়ে প্রার্থী জানতে পারেন তাকে দেয়া নিয়োগপত্র টি ভুয়া।

প্রতারণার শিকার ওই ব্যক্তি র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে র‌্যাব অভিযান চালিয়ে হারুনুর রশিদ কে গ্রেফতার ও কয়েকটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করে।

এ বিষয়ে বদলগাছী থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।

সর্বশেষ