নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ডা. মতিউর রহমান ভূঞা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১৮ই মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে।
উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ডা. মতিউর রহমান ভূঞা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আফজাল খানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, এডভোকেট হাবিবুর রহমান ফকির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। পরে রোভার স্কাউট দলের সালাম প্রর্দশন ও শারীরিক খসরত এবং দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মতামত দিন