• ২০২১ Jun ১৩, রবিবার, ১৪২৮ জ্যৈষ্ঠ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৮:০৬ অপরাহ্ন
English

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন ছিনতাই

  • প্রকাশিত ০৮:০৬ অপরাহ্ন রবিবার, Jun ১৩, ২০২১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন ছিনতাই

এ,কে,সুমন-নিজস্ব প্রতিবেদকঃ 

গত রবিবার (৩০ মে) রাজধানীর বিজয়সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাই হয়েছে। তবে এবিষয়ে মঙ্গলবার (১ জুন) পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ দফতর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয়সরণি গিয়ে যানজটে পড়েন। তখন মোবাইল ফোনে ব্রাউজিং করছিলেন। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এমন সময় এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ