অনুশীলনে আসেননি দুদিন। করোনা ভাইরাসের সব উপসর্গই শরীরে ছিল। বাধ্য হয়েই ডাক্তারি পরীক্ষা করাতে হয়েছিল ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। তবে সেই পরীক্ষার পর জানাগেল করোনা ভাইরাসের ঝুঁকি এড়িয়েছেন এমবাপ্পে।
তবে দুঃসংবাদ হলো—শারীরিক অসুস্থতার কারণে তাকে কয়েকটা দিন মাঠে থাকতে হতে পারে। চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে সবচেয়ে সফল ছিলেন তিনি।
৩২টি ম্যাচ খেলে নিজে করেছেন ৩০টি গোল, অন্য ১৭টি গোলেও রেখেছেন ভূমিকা।