গত মৌসুমে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে শেখ রাসেলের কাছে ২-১ গোলে হেরেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ মৌসুমের শুরুতে সেই হারের প্রতিশোধ নিল তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই লেগের প্রথম দেখায় শেখ জামাল ২-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। নিজেদের পঞ্চম ম্যাচে এটা জামালের চতুর্থ জয়। হেরেছে এক ম্যাচে। ঝুলিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম থেকে এক লাফে এক নম্বরে চলে আসে তারা।
পেছনে ফেলে ১০ পয়েন্টে থাকা বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং, ঢাকা এবং চট্টগ্রাম আবাহনীকে (সাইফ ও আরামবাগ ম্যাচের আগ পর্যন্ত)। অন্যদিকে ছয় ম্যাচে এটা রাসেলের তৃতীয় হার। এক জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ পাঁচ পয়েন্ট। তাদের অবস্থান অষ্টম।
ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে নিজেদের সীমানায় উঁচু সেন্টার করেন মোজাম্মেল হোসেন নীরা। বল পেয়ে জাল কাঁপান শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। চেষ্টা করেও রুখতে পারেননি শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা (১-০)। ৫৭ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল।
রাসেলের বক্সের ভেতরে বাঁ প্রান্তের কোনা দিয়ে ঢুকে পড়েন আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা। তাকে বাধা দিতে এগিয়ে যান রাসেলের গোলকিপার আশরাফুল। উড়ন্ত ক্রস করেন বাল্লো। কিন্তু দুর্ভাগ্য রানার। বল ধরতে পারেননি। বল তার হাতে লেগে চলে যায় বক্সের মাঝামাঝি জায়গায়। পরে নিজের আয়ত্তে বল নিয়ে গোল করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন গাম্বিয়ান আরেক ফরোয়ার্ড ওমর জোবে (২-০)। আর কোনো গোল হয়নি। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।