উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সুস্থতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি শুধু এটাই বলতে পারি আমি তার ভালো চাই। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আশা করি সে সব কিছু ভালোভাবেই করছে। যদি প্রতিবেদনের তথ্য সত্য হয় তাহলে তার অবস্থা খুবই গুরুতর। আমি জানিনা ওই প্রতিবেদন সত্য কিনা।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের অবস্থা আশঙ্কাজনক বলে সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর কিম সংকটাপন্ন অবস্থায় আছেন। তবে এটি নাকচ করে দিয়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে কিমের অসুস্থতা তেমন গুরুতর নয়।