ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেছেন, কিছু মানুষ নিজেদের নির্বোধ প্রমাণের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। শিক্ষিত মানুষরা আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরছেন। তারপর যে যার মতো পার্টি করে বেড়াচ্ছেন। এটাই সব থেকে হতাশাজনক।
তিনি আরও বলেন, দেশে হয়তো কয়েক কোটি মানুষ সরকারি নির্দেশ মেনে চলবে। কিন্তু লড়াইটা হারার জন্য কয়েকজন নির্বোধ মানুষই যথেষ্ট। আমাদের সবার সজাগ থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।
করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।
ছোঁয়াছে এই ভাইরাসে বিশ্বে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। যে কারণে বাড়তি সতর্ককতা হিসেবে অনেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন।
এমন আতঙ্কিত পরিস্থিতিতেও বিদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশ উপেক্ষা করছেন অনেক মানুষ। ঘুরে বেড়াচ্ছেন বাজারে, শপিংয়ে এমনকি পার্টিতেও অংশ নিচ্ছেন। তাদের কারণেই ঝুঁকিতে পড়েছেন কোটি কোটি মানুষ।
সূত্র: জি নিউজ।