রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাজল বিশ্বাস (৪৫)।
বুধবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল বিশ্বাস হাটবন গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম যুগান্তরকে জানান, বুধবার রাতে সন্ত্রাসীরা হাটবনবাজার থেকে কাজল বিশ্বাসকে ধরে নিয়ে বাড়ির অদূরে একটি আমবাগানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
এ সময় তার সঙ্গে চাচাতো ভাইও ছিল। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।