ভারত ২১ দিনের লকডাউনে। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে কলকাতায় গত ১০ দিনে অপরাধের পরিমাণ কমেছে পঞ্চাশ ভাগ! এই দাবি করেছেন যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা।
তিনি জানিয়েছেন, বছরের প্রথম দুই মাসে সংগঠিত অপরাধের তুলনায় প্রায় অর্ধেক অপরাধ হয়েছে গত ১০ দিনে। কেবল ডাকাতি বা ইভটিজিংই নয়, পকেটমারি কিংবা ছিনতাইয়ের ঘটনাও হ্রাস পেয়েছে অনেকটাই। সংবাদ সংস্থা পিটিআইকে মুরলিধর শর্মা জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত যত অপরাধের রেকর্ড পাওয়া যাচ্ছে তাকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ঐ সময়ের সঙ্গে তুলনা করলে আমরা বলতে পারি পরিমাণ ৫০ ভাগ কমে গেছে। —এনডিটিভি