ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। ২টা ৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা ৪৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেননিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যালের পুরাতন ভবনের জরুরি বিভাগে দ্বিতীয় তলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।