• ২০২৫ Jul ১১, শুক্রবার, ১৪৩২ আষাঢ় ২৬
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এবার ঈদেও গান শোনাবেন সুরের জাদুকর ড. মাহফুজুর রহমান

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ১১, ২০২৫
এবার ঈদেও গান শোনাবেন সুরের জাদুকর  ড. মাহফুজুর রহমান
সংগৃহীত
ক্রাইম রিপোর্টার :এস এম রাহুল

এটিএন বাংলার চ্যানেলের ঈদ আয়োজন যেনো এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনা করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে তার গাওয়া একক গানের অনুষ্ঠান।

তাই বেশ কয়েক বছর ধরে প্রতি ঈদেই ড. মাহফুজুর রহমান একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হোন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।


ইতোমধ্যে ঈদের গানের অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ। গানও রেকর্ড হয়ে গেছে বলে জানান ড. মাহফুজুর রহমান।  ঈদের দিন রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠান।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবার মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি।

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন

তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে খাকেনি এটিএন বাংলার চ্যানেলের মালিক।

সর্বশেষ