দেশ বিদেশে সঙ্গীতাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো ও বর্তমান সময়ের সিলেটের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগমের কন্ঠে কোটি ভক্তের হৃদয়ে সাড়া জাগানো নয়া দামান, নয়া কইন্যা ও কালা চানের গানের পর এবার মিডিয়া ঘর এর 'প্রেম মাইনা নিছি, শিরোনামে নতুন উপহার হিসেবে চমৎকার আরেকটি গানের রেকর্ড ও মিউজিক ভিডিও সম্পন্ন হতে যাচ্ছে।
এই গানের সুর ও সংগীত বেলাল হোসেন চঞ্চল, রেপার এ মনির হোসাইন।
গীতিকার মোশারফ হোসেন লিটন বলেন, কালাচানের পরে ২০২৪ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে চমংক হবে এই গান,উনার গলা অনেক সুন্দর এই গলা ঈশ্বরের দেওয়া উপহার । উনার সাথে ভবিষ্যতে আমরা আরো কাজ করব ।
মতামত দিন