• ২০২৪ Jul ১৬, মঙ্গলবার, ১৪৩১ শ্রাবণ ১
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সোনাপাখি গানের শিল্পী ওয়াহিদ নতুন গান সোনাপাখি ২

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ১৬, ২০২৪
সোনাপাখি গানের শিল্পী ওয়াহিদ নতুন গান সোনাপাখি ২
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

দেশ বিদেশে সঙ্গীতাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো ও বর্তমান সময়ের সিলেটের আলোচিত ও জনপ্রিয় শিল্পি নাদিম ওয়াহিদ।

উন্নার কন্ঠে কোটি ভক্তের হৃদয়ে সাড়া জাগানো সোনাপাখি গানের পরে তিনি আর একটি নতুন চমক নিয়ে আসছেন সোনা পাখি ২ গানের রেকর্ড ও মিউজিক ভিডিও প্রায় সম্পন্ন ফিমেলইল সিঙ্গার হিসেবে কাজ করেছেন শ্রাবণী মুন্সট্টি।

ওয়াহিদ স্টুডিও ( Wahed studio) ইউটিউব চ্যানেলে ৩০ জানুয়ারি রাত ৯ টায় ৩০ এই গান রিলিজ হবে।

গানের কথা লিখেছেন শাহ মাহতাব ফকির  মডেল হিসেবে কাজ করেছেন কাজ ও নতুন মুখ সোনিয়া।

গায়ক ওয়াহিদ বলেন, দেশ বিদেশে সবার ভালোবাসা পেয়ে সত্যিই আমি মুগ্ধ আমার এই নতুন গান আশা করি সবার ভালো লাগবে।

দেশে আসার পর সাবাই আমাকে ডাকছেন সোনা পাখি বলে এটা আমার অনেক বড় একটি অর্জন সবাইকে ধন্যবাদ সবাই আমার সোনা পাখি ২ গান শুনবেন।

সর্বশেষ