সিলেট নগরের আম্বরখানা এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা ১১৭ বস্তা ভারতীয় চিনি ৭০২০০০ টাকা মূল্যের ৫৮৫০ কেজি ট্রাকসহ জব্দ করেছে আম্বরখানা পুলিশ ফাঁড়ি।
সিলেটের বিমানবন্দর সড়ক দিয়ে নগরের আম্বরখানা এলাকায় একটি ট্রাক চিনি নিয়ে আসছিল। এ সময় আম্বরখানা মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এ সময় ট্রাকচালক কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ ভারতীয় ১১৭ বস্তা চিনি জব্দ করে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের তল্লাশিচৌকিতে একটি ট্রাক তল্লাশি করে এসব চিনি জব্দ করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান,পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।
সিলেটের বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিনিবোঝাই ট্রাক আটক করা হয়েছে।ট্রাকে ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তিনি বলেন, চিনিগুলো সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ থেকে সিলেটে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। মামলায় ট্রাকচালকসহ অজ্ঞাত চোরাকারবারিদের আসামি করা হয়েছে।
মতামত দিন