• ২০২৫ এপ্রিল ১১, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

  • প্রকাশিত ০৭:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
সিলেটে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেটে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদরের নাসির উদ্দিনের ছেলে কবির হোসেন (২৪) ও নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে নূর আমিন (২৯)।

শনিবার দুপুরে সিলেটের পীরেরবাজারের বটেশ্বর বোর্ড স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সিলেটের পীরেরবাজারের বটেশ্বর বোর্ড স্কুলের সামনে পুলিশ চেকপোস্ট করে। এসময় সিলেট শহরের দিকে আসা যাত্রীবাহী একটি লেগুনা থামানোর পর ২ জন লোকের গতিবিধি অস্বাভাবিক মনে হলে তাদের সাথে থাকা একটি স্বুল ব্যাগ চেক করে পুলিশ। সেখানের ওই কালো স্কুল ব্যাগ (পিঠ ব্যাগ) এর ভিতর থেকে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যেগুলোর বাজারমূল্য আনুমানিক ৬৮ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ