সিলেট এয়ারপোর্ট আম্বরখানার পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো আলা উদ্দিন (৩২) মঙ্গলকাটা বর্তমান ঠিকানা: রমজান মিয়ার কলোনী বাশবাড়ি পিতা : নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
সিলেটের বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী মো জাহিদুল ইসলাম ০১ জুলাই সোমবার একটি চৌকস টিম মাদক কারবারি মো আলা উদ্দিন (৩২) কে ৫০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
মতামত দিন