• ২০২৪ নভেম্বর ২৩, শনিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৯
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট ১২ ট্রাক ভারতীয় চোরাই চিনি নিলামে বিক্রি

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
সিলেট ১২ ট্রাক ভারতীয় চোরাই চিনি নিলামে বিক্রি
সরকার নিবন্ধিত ১৫ নাম্বার অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি এক কোটি ৪২ লাখ টাকায় সরকারি নিলাম ডাকে বিক্রি করা হয়েছে

সিলেট নগরীর কালীঘাটের রুহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই চিনি কিনেছেনসর্বোচ্চ দরদাতা গিয়াস মিয়া সিলেটের দক্ষিণ সুরমা থানার লতিফপুরের বাসিন্দা

বুধবার বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম (তৃতীয় আদালত) উম্মে হাবিবার আদালতে প্রকাশ্যে নিলামে ওই চিনি বিক্রি করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাতথ্য নিশ্চিত করে বলেন, ‘জব্দ চিনি থানায় রয়েছেনিলাম ডাক পাওয়া ব্যবসায়ী ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ থানায় নিয়ে এলে চিনি হস্তান্তর করা হবে।’
জানা গেছে, সরকারি নিলাম কমিটির সভাপতিসিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আব্দুল মুমিনসহ কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অষ্টম তলায় বিকেলে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়


জব্দ করা এক লাখহাজার ৭০০ কেজি চিনির মধ্যে মামলার আলামত হিসেবেকেজি চিনি আদালতে সংরক্ষণ করে বাকি এক লাখহাজার ৬৯৫ কেজি চিনি নিলাম হয়
নিলামের বিট লিস্টে সর্বমোট ৭০ জন তাদের নাম তালিকাভুক্ত করেনসবার উপস্থিতিতে প্রকাশ্যে ওই নিলামে ব্যবসায়ী মো. গিয়াস মিয়া প্রতি কেজি চিনির দাম ১২৫ টাকা করে কিনে নেনতার সঙ্গে তাকে মোট টাকার সাড়ে সাত শতাংশ ভ্যাটও দিতে হবে
চিনির মোট দাম এক কোটি ৩২ লাখ ১১ হাজার ৮৭৫ টাকাভ্যাটসহ দাম পড়েছেকোটি ৪২ লাখহাজার ৭৬৬ টাকাক্রেতাকে ভ্যাটসহ চিনির দাম পরিশোধ করতে হবে তিন দিনের মধ্যে


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার উমাইরগাঁওয়ে গতজুন ১৪ ট্রাক চোরাই চিনি ধরা পড়ে। এ ঘটনায় পরদিন পুলিশের এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন

সর্বশেষ