• ২০২৪ ডিসেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩১ অগ্রহায়ণ ১৯
  • সর্বশেষ আপডেট : ১১:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ধারা ভাষ্যকরের মূত্যু

  • প্রকাশিত ১১:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ০৩, ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ধারা ভাষ্যকরের মূত্যু
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২১.০৬.২০২১

কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার ধারাভাষ্য দেয়ার সময় মাইকের মাউথপিচে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আতাউর রহমান আতা (২৪) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহত যুবক উলিপুর উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের আঠারপাইকা গ্রা‌মের সা‌বেত আলীর ছেলে বলে জানা গেছে। এসময় একই গ্রা‌মের বিবুরু‌দ্দি‌নের ছেলে শিমুল মিয়া গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার (২০ জুন) সন্ধ‌্যায় উপ‌জেলার আঠার পাইকা ভা‌টিটা‌রি গ্রা‌মে পার্শ্বব‌র্তী সেচ লাইন থে‌কে বিদ‌্যুৎ সং‌যোগ নি‌য়ে মাইক বা‌জি‌য়ে একদল যুবক ফুটবল খেল‌ছিল। খেলার সময় একজন খেলোয়াড়ের শটে ফুটবল‌টি খেলার মা‌ঠের পা‌শে বিদ‌্যু‌তের খুঁটির ট্রান্স‌মিটা‌রের তা‌রে ধাক্কা লা‌গলে আক‌স্মিক মাই‌ক ও মাউথ পিচে বিদ‌্যুতের লাইন সঞ্চালন হয়। এ সময় খেলার ধারা বিবরণী দি‌তে থাকা আতাউর রহমান বিদ‌্যুৎস্পৃষ্ট হন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় তার পাশে থাকা শিমুল মিয়া (১৪) না‌মে এক কি‌শোর গুরুতর আহত হন। স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সর্বশেষ