• ২০২২ Jul ০২, শনিবার, ১৪২৯ আষাঢ় ১৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টকিও অলিম্পিক ২০২১" এর বাংলাদেশের টিম লিডার হিসাবে নেতৃত্ব দিবেন গোপালগঞ্জের গর্ব এম,বি, সাইফ (বি,মোল্লা)।

  • প্রকাশিত ১১:০৭ পূর্বাহ্ন শনিবার, Jul ০২, ২০২২
টকিও অলিম্পিক ২০২১" এর বাংলাদেশের টিম লিডার হিসাবে নেতৃত্ব দিবেন গোপালগঞ্জের গর্ব  এম,বি, সাইফ (বি,মোল্লা)।
ছবি সংগ্রহীত
প্রসেনজিৎ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।

টকিও অলিম্পিক ২০২১" এর বাংলাদেশের টিমের টিম লিডার হিসাবে নেতৃত্ব দিতে যাচ্ছেন গোপালগঞ্জের গর্ব  এম,বি, সাইফ (বি,মোল্লা)।আরো একবার স্বপ্নকে কাছ থেকে আলিংগন করার মাহেন্দ্রক্ষণের অপেক্ষা,এযেনো বারবার নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়া।।বিশ্ব ক্রীড়া অংঙ্গনের সর্বোচ্চ আয়োজন "টকিও অলিম্পিক ২০২১"বাংলাদেশের পতাকা শোভা পাবে গোপালগঞ্জের গর্ব দেশের ক্রীড়া অঙ্গনের অনন্য আবিস্কার এম,বি সাইফ (বি,মোল্লা)র হাতে যা একজন ক্রীড়া সংঙ্গঠকের আজন্ম লালিত সপ্ন।।টকিও অলিম্পিক ২০২১ এ বাংলাদেশ থেকে মোট চারটি  ইভেন্টে ছয়জন খেলোয়াড় অংশ নিচ্ছে যেখানে রয়েছে সুইমিং,আর্চারি,এ্যাথলেটিকস এবং সুটিং উক্ত টিমের টিম লিডার হিসাবে নেতৃত্ব দিবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচিত সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম,বি সাইফ (বি,মোল্লা)।আগামী ১৯ জুলাই ১৫ দিনের এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় সাকাল ৮ঃ০০ টায় টকিওর উদ্যোশে এম,বি সাইফ (বি,মোল্লা)র ঢাকা ছাড়ার কথা রয়েছে।।

সর্বশেষ