• ২০২৪ Jul ২৭, শনিবার, ১৪৩১ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দ্রুত সরিয়ে ফেলুন ফোনের ভয়াবহ এসব অ্যাপগুলো

  • প্রকাশিত ০৪:০৭ অপরাহ্ন শনিবার, Jul ২৭, ২০২৪
দ্রুত সরিয়ে ফেলুন ফোনের ভয়াবহ এসব অ্যাপগুলো
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

মোবাইলে ঘাপটি মেরে লুকিয়ে থেকে প্রতিনিয়ত ক্ষতিসাধন করছে বহু অ্যাপস

ফোন থেকে দ্রুত সরিয়ে নিন ভয়ংকর এই অ্যাপগুলো যেগুলো মোবাইলে ঘাপটি মেরে লুকিয়ে থেকে প্রতিনিয়ত ক্ষতিসাধন করছে বহু অ্যাপস। এমনই ৩৭টি অ্যাপ প্লে স্টোর সরিয়ে দিয়েছে গুগল। ব্যবহারকারীদের অ্যাপগুলি সরিয়ে দেওয়ার অনুরোধ করছে এই টেক জায়ান্ট। এর আগে প্রায় ১০ কোটিরও বেশি ডাউনলোড হওয়া ১৬৪টি অ্যাপস প্লে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল। এগুলিকে বলা হয় কপিক্যাটজ “CopyCatz” অ্যাপ। 

গ্যাজেটস নাওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের স্মার্টফোনের খুব প্রয়োজনীয় কিছু অ্যাপসের প্রতিলিপি তৈরি করাই এই অ্যাপগুলোর কাজ। জরুরি অ্যাপগুলি যখন খোলার পর, ভুয়ো অ্যাপগুলি অপ্রত্যাশিত কিছু বিজ্ঞাপন দেখাতে শুরু করে ব্যবহারকারীদের। এম্যালওয়্যার দ্বারা প্রভাবিত এসব বিজ্ঞাপনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ফোনে ঢুকে যেতে পারে ম্যালওয়্যার। ফোনে ম্যালওয়্যার ঢোকার ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই অ্যাপগুলি ইউজারদের জরুরি তথ্য চুরি করে এবং তার অপব্যবহার করে সেই ব্যবহারকারীকেই ভয় দেখায়। এমনকি ডার্ক ওয়েবে গ্রাহকেদর তথ্য শেয়ারের নামে ব্ল্যাকমেলও করা হয়। বেশ কিছু ইউজারদের কাছ থেকে এমনতর তথ্য পাওয়ার পরই ইনস্ট্যান্ট লোনের ফেক অ্যাপগুলি সম্পর্কে রিপোর্ট তৈরি করে গুগল। পরে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। কারও ফোনে যদি আগে থেকেই অ্যাপগুলি ডাউনলোড করা থাকে তবে দ্রুত অ্যাপগুলো ডিলিট করে দিন।

সর্বশেষ