• ২০২৫ Jul ০৯, বুধবার, ১৪৩২ আষাঢ় ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ডাঃ তানভির ভাইয়ের জন্মদিন

  • প্রকাশিত ০৫:০৭ অপরাহ্ন বুধবার, Jul ০৯, ২০২৫
ডাঃ তানভির ভাইয়ের জন্মদিন
ডাঃ ফারহান তানভির তানু
আবু সায়েম আকন

যার চিকিৎসায় প্রতিদিন মানুষ 

সুস্থ হয়ে যায় বাড়ি।

আজকেই তিনি আসমান থেকে

দুনিয়ায় দিয়েছেন পাড়ি।


রাজাপুর বাসীর সেবায় তিনি

সর্বদা থাকেন ব্যস্ত।

আমাদের কপাল ভালো তাই

এখানে হয়েছেন ন্যাস্ত।


বলছি তাই সার্থক তার বাবা মা

সার্থক জন্ম তার।

এমন সন্তান আল্লাহ না দিলে 

কোথায় পাবে আর?


ডাক্তার হিসেবে সুনাম আছে

শোনা যায় সবার মুখে।

সকলের পাশেই থাকেন সর্বদা

সুখে কিংবা দুঃখে।


রোগীর কষ্ট মন দিয়ে শোনেন 

এই গুনটাই তার বড়।

এমন কাজ করার মত আর

ডাঃ কি আছে আরো?


দোয়া রইলো ভাই এমন সেবা

দিয়ে যান আজীবন।

অর্থকে নয় মানব সেবাকেই

করে নিন আপন।


রাজাপুর বাসি কোথায় গেলো

খবর যাও সবে শুনে।

আমাদের তানভির ভাই জন্মেছে

আজকেরই দিনে।


তাইতো সবে এক সাথে বলো

শুভ শুভ শুভদিন।

ফারহান তানভির তানু ভাই

শুভ জন্মদিন।

সর্বশেষ