• ২০২৪ মে ১৯, রবিবার, ১৪৩১ জ্যৈষ্ঠ ৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত ০৯:০৫ অপরাহ্ন রবিবার, মে ১৯, ২০২৪
বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ দেশের ভোট নিয়ে অনেক অভিযোগ আছে, সুতরাং বাংলাদেশের ভোট নিয়ে দেশটির মাতব্বরির কিছু নেই বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আজকের ভোটের পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত।

আজকের পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। এখনো বৃষ্টি শুরু হয়নি। এ ব্যাপারটা খুব ভালো লেগেছে। তবে কেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি।


বুধবার সকালে সকাল ১০টার দিকে নগরীর বন্দর বাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।


ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আমি আগে আমেরিকায় ইভিএমে ভোট দিয়েছি। তবে বাংলাদেশে এই প্রথম ইভিএমে ভোট দিলাম। এতে খুব ভালো লাগছে। বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়ত। ইভিএম পদ্ধতির ফলে সেই সুযোগ আর নেই।


এসময় ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিলেট সদর আসনের এই সংসদ সদস্য। নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ