• ২০২৪ মে ১৮, শনিবার, ১৪৩১ জ্যৈষ্ঠ ৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রতারণার আর একটি নতুন ফাঁদ বিকাশ

  • প্রকাশিত ০১:০৫ অপরাহ্ন শনিবার, মে ১৮, ২০২৪
প্রতারণার আর একটি নতুন ফাঁদ বিকাশ
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

আজ ৫ ই আগস্ট শনিবার ১১: ২৬ মিনিটে সিলেট নগরীর খাসদবীর এক বাসিন্দার মোবাইল বিকাশে +880 1978-957713 থেকে এক বিকাশ পার্সোনাল নাম্বারে ১৯৫০০ টাকার একটা এসএমএস দেয় ঠিক বিকাশের মত করে টাকা আসলে যেমন SMS আসে। 

এরপর প্রতারক উন্নাকে কল দিয়ে বলে যে "ভাই আমার দোকানরে ছেলেটা ভুল করে আপনার নম্বরে বিকাশ করে ফেলেছে, আপনি একটু টাকা টা পাঠিয়ে দেন। আমার খুব উপকার হয়।( টাকার পরিমাণ ১৯৫০০/- )

বিষয় উন্নার সুবিধা না লাগলে তিনি সাংবাদিক শহীদুর রহমান জুয়েল সাথে যোগাযোগ করলে তিনি উনাকে জানানো এটা প্রতারণা  চক্রের কাজ। 

এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন শিপন জানান,বিকাশে লেনদেন করার আগে ভাল করে যাচায় করে তবে লেনদেন করুন। শুধু মাত্র SMS দেখে কাওকে টাকা পাঠাবনে না। দরকার হলে *247# press করে balance দেখে নিতে পারেন আরও যদি কোন সংশয় থাকে তবে অবশ্যয় বিকাশের কাস্টমার কেয়ারে কল করুন আমাদের জানান।

একটু সচতনতোয় আপনাকে বাঁচিয়ে দেবে সকল বিপদ থেকে তাই নিজে সচতনে হোন, অন্য কে সচতনে হতে সাহায্য করুন।

সর্বশেষ