• ২০২৪ Jun ২৪, সোমবার, ১৪৩১ আষাঢ় ১০
  • সর্বশেষ আপডেট : ০২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট বিজিবি সিনেমাহলে চলছে ওমর

  • প্রকাশিত ১০:০৬ অপরাহ্ন সোমবার, Jun ২৪, ২০২৪
সিলেট বিজিবি সিনেমাহলে চলছে ওমর
টাইম বাংলা
বিনোদন ডেস্ক :

পরান ছবির সাফল্যের পর এই ঈদে নায়ক শরিফুল রাজের এবার মুক্তি পেয়েছে ওমর ছবি।

ওমর ছবিতে,শরিফুল রাজ, এরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান অভিনয় করেছেন। 

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর আগে ৪টি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাগুলো হলো—প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 

সিলেট বিজিবি সিনেমাহলের পরিচালক কামরুল আহমদ তালুকদার জানান,

এখন পর্যন্ত ভালো চলছে ওমর ছবি আপনাদের সবার প্রিয় বিজিবি সিনেমা হল (আখালি) এখন আর উন্নত করা হয়েছে এই সিনেমা চলবে শুক্রবার পর্যন্ত।

সিনেমা দেখার জন্য উৎসাহী সিনেমাপ্রেমি সিলেটবাসী আপনাদের আসনটি নিশ্চিত করুন এখনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বুকিং করা যাবে টিকেট ও তথ্য 01712597873।

সর্বশেষ