বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে এবং তাদের স্বাক্ষর নকল করে মামলাও করা হচ্ছে উল্লেখ করে এগুলোর সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন- দুদকে যান মি. আব্দুল্লাাহ ও অপর একজন সমন্বয়ক সারজিস আলম।
দুদক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তারা।
পরে সাংবাদিকদের জানান, তাদের কথা বলে কেউ যাতে কোনো অন্যায় সুবিধা নিতে না পারে সে ব্যাপারে কথা বলতেই এসেছিলেন তারা।
"এই বার্তা নিয়ে এসেছি যে, আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই। আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুবিধা নেয়ার বা দেয়ার এখতিয়ার আমরা রাখি না। দুদক তার আইন অনুযায়ী চলবে। আমাদের কথা বলে কেউ যেন বিশেষ সুবিধা নিতে না পারে", বলেন মি. আব্দুল্লাহ।
মতামত দিন