• ২০২৪ সেপ্টেম্বর ১৪, শনিবার, ১৪৩১ ভাদ্র ৩০
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
নিজস্ব প্রতিবেদক

বুধবার রাতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস বৃহস্পতিবার সকালে বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারের পর রাত দুইটার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। 

র‍্যাবের মুখপাত্র মি. ফেরদৌস বলেছেন, রংপুরে করা একটি হত্যা মামলায় মি. মুনশিকে গ্রেফতার করা হয়েছে।

পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই দলটির বিভিন্ন সারির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া যায়।

এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।

সর্বশেষ