• ২০২৪ ডিসেম্বর ২৬, বৃহস্পতিবার, ১৪৩১ পৌষ ১২
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জিম্বাবুয়ে সফরের জন্য নতুন দল ঘোষণা

  • প্রকাশিত ১০:১২ অপরাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
জিম্বাবুয়ে সফরের জন্য নতুন দল ঘোষণা
ছবি সংগৃহীত
রিপোর্টার, অলোক

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে তিন সংস্করণের স্কোয়াড। ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি—তিন সংস্করণেই মাঠে নামতে হবে তাদের। মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন টেস্ট ও ওয়ানডেতে। টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ।

দলে নতুন মুখ বলতে শামীম হোসেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। টেস্ট দলে আছেন এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ইয়াসির আলী। মোস্তাফিজ আছেন কেবল সীমিত ওভারের সিরিজে। টি–টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।

টেস্ট দলঃ মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি–টোয়েন্টি দলঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


সর্বশেষ