আগামী বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি পাঁচদিন এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। এতে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে এবং দুর্গাপূজার ছুটি দুই দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রসঙ্গত, সাধারণত ঈদে তিন দিন ও পূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। চলতি বছরও দুর্গাপূজার ছুটি নির্বাহী আদেশে একদিন বাড়ানো হয়েছিল।
মতামত দিন