 
		                            	 								 সদ্যপ্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুর্নমূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ দেখিয়েছে বেশ কিছু শিক্ষার্থী।
এসময় তারা এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে 'বৈষম্যহীন' এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দাবি জানায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বোর্ডের ভেতর ঢুকতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।
বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, ওই শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে গিয়ে প্রথমে ভাঙচুর চালায় ও পরে সেখানে চেয়ারম্যানকে অবরুদ্ধও করে রাখে কিছুক্ষণ।
গত ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ওই ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে 'এইচএসসি ব্যাচ ২০২৪' ব্যানারে একদল শিক্ষার্থী রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।
পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে যায়।
সেখানে তারা ভেতরে প্রবেশ করতে চাইল মূল ফটকে তালা দেন কর্মচারীরা। সেখানে বোর্ড কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী।
একই দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী।
মতামত দিন