• ২০২৪ নভেম্বর ১৪, বৃহস্পতিবার, ১৪৩১ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাজায় ইসরায়েলের হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত ১০:১১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ভোরে ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে উত্তরে বেইত লাহিয়ায় বাড়িতে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় চারজন, কেন্দ্রীয় দেইর এল-বালাহে একটি তাঁবুতে হামলায় দুজন, সেন্ট্রাল আজ-জাওয়াইদায় একটি তাঁবুতে হামলায় চারজন, দক্ষিণ খান ইউনিসের তাঁবুতে হামলায় তিনজন নিহত হয়েছেন। খবচর আল জাজিরার।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আবারও উত্তর গাজা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি আবাসিক ভবনে বোমা হামলা করেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

অবরুদ্ধ শহরটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার একদিন পর এই বোমা হামলা করা হয়।


বেইত লাহিয়া উত্তরের বেশ কয়েকটি শহরের মধ্যে একটি, যা এখন এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ। জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে ‘অ্যাপোক্যালিপটিক’ বলে বর্ণনা করেছে।


হাসপাতালের নার্সিং পরিচালক সাব্বাহ, আল জাজিরাকে বলেছেন যে ইনকিউবেটরে নবজাতকসহ বেশ কয়েকটি শিশু এখানে ইসরায়েলের আক্রমণের সরাসরি শিকার।


“হাসপাতালে শিশু ও আহতসহ ১২৫ জন রোগী রয়েছেন। ইনকিউবেটরে আটটি শিশু ছিল এবং নিবিড় পরিচর্যা ইউনিটে সাতটি নবজাতক এবং শিশু রয়েছে যাদের সবাইকে ভেন্টিলেটরে থাকতে হবে,” তিনি আল জাজিরাকে বলেন।


ইসরায়েলের আক্রমণ উপরের তলাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছিল, যেখানে শিশুদের ওয়ার্ডটি অবস্থিত। এতে বাচ্চাদের এবং শিশুদের নীচের তলায় নিয়ে যেতে কর্মীদের বাধ্য করেছিল, যেখানে একই সরঞ্জাম নেই।


“সুতরাং তারা [শিশু] এই আক্রমণের সরাসরি শিকার,” সাব্বাহ বলেছেন।


তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েলি বাহিনী গত সপ্তাহের হামলার সময় শল্যচিকিৎসক, নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞসহ হাসপাতালের কয়েক ডজন কর্মীকে আটক করেছে।


“এর ফলে হাসপাতালে অত্যন্ত কম লোকবল রয়েছে। চারজন চিকিৎসক এবং ৫০ জন স্বেচ্ছাসেবক, চিকিৎসাকর্মী ও নার্স রয়েছেন। তারা আহত মানুষের বিশাল স্রোত সামলাতে পারে না এবং কোনো সরবরাহ নেই,” তিনি বলেছিলেন।


“ইসরায়েলি বাহিনী গুদামগুলো ধ্বংস করেছে এবং ফার্মেসির সরবরাহগুলো সংরক্ষণ করেছে এবং হাসপাতালের অনেক সুবিধা ধ্বংস করেছে।”


আল জাজিরা আরবি রিপোর্ট করছে যে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলে গাজা শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে, ইসরায়েলি বাহিনী এই সময় মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের আরেকটি তাঁবুতে বোমা হামলা করেছে। হামলায় চারজন নিহত এবং অনির্দিষ্ট সংখ্যক আহত হয়েছে।


দেইর এল-বালাহ এবং খান ইউনিসে প্রাণঘাতী হামলার পর সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে বাস্তুচ্যুত তাঁবুতে তৃতীয় হামলাটি করা হয়, যাতে মোট পাঁচজন নিহত হয়।


আল জাজিরা আরবির সহকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে মায়েন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা করেছে। হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।


এর আগে ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় দেইর এল-বালাহে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরও তাঁবুতে বোমা হামলা করেছে, এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

সর্বশেষ