• ২০২৪ ডিসেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ২১
  • সর্বশেষ আপডেট : ০৮:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০

  • প্রকাশিত ১১:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা জুড়ে আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে আল-মাওয়াসি এলাকায় কথিত নিরাপদ অঞ্চলে একটি ক্যাফেতে বসে থাকা লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন।

আল জাজিরার হানি মাহমুদ হামলায় আহত সাতজনের অস্ত্রোপচার চলছে জানিয়ে বলেন, “খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসার জন্য আসা ভুক্তভোগীরা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে।

এর আগে মধ্য গাজায় অবস্থিত নুসেইরাতের আল-আওদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সোমবার ইসরায়েলি ট্যাংকগুলো পশ্চিম দিক থেকে নুসেইরাত শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হওয়া এবং বাসিন্দাদের ওপর গোলাবর্ষণসহ একাধিক বিমান ও স্থল হামলায় ২০ জন নিহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, শরণার্থী শিবিরে ট্যাংক হামলায় বাসিন্দারা অবাক হয়ে গেছে। জাইক মোহাম্মদ নামে ২৫ বছর বয়সী এক ব্যক্তি বলেছেন, “কিছু লোক বের হতে পারেনি এবং তারা তাদের বাড়ির ভেতরে আটকা পড়েছিল।

সর্বশেষ