চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতকরণ এবং ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার বাদ জুমা ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ ও উত্তর মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরবর্তীতে কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মের নামে ইসকন দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে জঙ্গিবাদ কায়েম করেছে বক্তারা দ্রুত আলিফ হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।
মতামত দিন