• ২০২৪ ডিসেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ২০
  • সর্বশেষ আপডেট : ১২:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

র‍্যাব ৯ অভিযানে সিলেট মাদকসহ ৪ যুবক গ্রেফতার

  • প্রকাশিত ০১:১২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০২৪
র‍্যাব ৯ অভিযানে সিলেট মাদকসহ ৪ যুবক গ্রেফতার
time bangla
সিলেট অফিস :

মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৯ পৃথক দুইটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন  ব্রাহ্মণবাড়িয়া ও চারজন  সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৮ ফেনসিডিলসহ এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জাকির হোসেন (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল মাইজহাটি এলাকার কামাল মিয়ার ছেলে।

অপরদিকে রাত দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকা থেকে ৩২২ ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদরের বনবিথি এলাকার মো. জিলোয়ার হোসেন তরফদার প্রকাশ দেলোয়ার (৪০) ও একই এলাকার মোঃ  হাবিবুর রহমান (২০)। গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকার মো. শামিম আহম্মদ (৩১) ও গোয়াইনঘাট উপজেলার সাহাপুর এলাকার পলাশ দাস (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ