কাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে বিকাল ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি ম্যাচ।
উক্ত ম্যাচটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ইতিমধ্যে এই ম্যাচ পরিচালনার জন্য গঠিত বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি গঠন ছাড়াও আরো ৫টি উপকমিটি কাজ করছে নিরলস ভাবে। সিলেট বিভাগীয় বিএনপি থেকে শুরু করে, জেলা ও মহানগর ছাড়াও উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়েও টুর্নামেন্টের প্রচারণা করা হয়েছে।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে টুর্নামেন্ট প্রচার উপকমিটি উদ্যোগে জিন্দাবাজার, বন্দর, রিকাবী বাজার, মেডিকেল ৩নং গেইট, মদিনা মার্কেট, সুবিদ বাজার, আম্বরখানা, খাসদবির, বালুচর পয়েন্ট, মেজর টিলা, শিবগঞ্জ, মিরাবাজার, নয়াসড়ক, উপশহর পয়েন্ট, কদমতলী পয়েন্টে প্রচার উপ কমিটির প্রচারপত্র বিলিন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদস্য সচিব ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সোহেল মাহমুদ, জুয়েল আহমদ জুবের, মুমিনুল রহমান তানিম, মালেক বাক্স, জুবায়ের আহমদ জুবের, হেদায়েত উল্লাহ হিরণ, এখলাছুর রহমান মুন্না, ইসহাক আহমদ, রায়হান এইচ খান, ফিরোজ আহমদ, লিটন আহমদ, নাহিয়ান রিপন, রুম্মান আহমদ রাজু, মাজহারুল ইসলাম, জুনেদুর রহমান জুনেদ,সজিবুর রহমান রুবেল,হাসান আহমদ রাসেল ,সাঈদ আহমদ দিপক প্রমুখ।
মতামত দিন