• ২০২৫ জানুয়ারী ০৭, মঙ্গলবার, ১৪৩১ পৌষ ২৪
  • সর্বশেষ আপডেট : ১২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ

  • প্রকাশিত ০৭:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২৫
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ
time bangla
সিলেট অফিস :

ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেটসহ দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এ সময় তারা সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেটে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন বলেন, বহমান সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে আমাদের এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভিষ্ট্য লক্ষ্য হবে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে সমৃদ্ধ হোক। নববর্ষের মূলসুর হলো নতুনের আগমন। নতুন জীবন নতুন আশায় মানুষের মনকে ভরিয়ে রাখে। মানুষকে সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখায়।

তারা আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়।

সর্বশেষ