• ২০২৫ জানুয়ারী ০৮, বুধবার, ১৪৩১ পৌষ ২৫
  • সর্বশেষ আপডেট : ১১:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আন্দোলনে আহতদের খেলা দেখার সুযোগ করে দিলেন কয়েস লোদী

  • প্রকাশিত ১১:০১ পূর্বাহ্ন বুধবার, জানুয়ারী ০৮, ২০২৫
আন্দোলনে আহতদের খেলা দেখার সুযোগ করে দিলেন কয়েস লোদী
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক তাদের সাথে বৈষম্য করেছে ও যথাযথ সম্মান না দেখানো এই প্রতিবাদ মানববন্ধন করেন তারা। পরে অবশ্যই সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর হস্তক্ষেপে তাদেরকে স্বসম্মানে গ্যালারীতে নিয়ে যাওয়া হয়। এসময় তার সাথে ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।

সোমবার বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে ১০-১২জন এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় 'আহতদের উন্নত চিকিৎসা কোথায়', 'সিলেটের সমন্বয়করা কোথায়', ' বিসিবির বৈষম্য মানি না মানব না', 'আহতদের সম্মান ও স্বীকৃতি ' তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা দেখা যায়।

এদিকে, মানববন্ধন চলাকালে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বিসিবির সভাপতিকে বিষয়টি অবগত করলে ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ সংশ্লিষ্টরা প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের গ্যালারিতে নিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন। বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের গ্যালারিতে নিয়ে যাওয়া হয় সেখানে বসেই তারা খেলা উপভোগ করেন।

মানববন্ধনে অংশ নেয়া আহত সেলিম আহমদ বলেন, আমাদের দাবি সুচিকিৎসা বাস্তবায়ন ও যথাযথ মূল্যায়ন। এখানেও আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। তবে সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদীর হস্তক্ষেপে বিসিবি আমাদেরকে যে সম্মান দিয়েছে আমরা তাতে খুশি। আশা করব আমাদের আহত সকল ভাইদেরকেও যেন এমন সম্মান দেয়া হয়।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা বিভিন্ন দাবি নিয়ে এখানো জড়ো হয়ে মানববন্ধন করছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলে তাদের জেনে বিসিবি সভাপতিকে অবগত করি। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন ও আহতদের খেলা দেখার ব্যবস্থা করে দেন।

তবে এ বিষয়ে মিডিয়ার সাথে কথা বলতে চান নি ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।

মানববন্ধনে আহত দাবী করে উপস্থিত ছিলেন- রেজাউল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম, সেলিম আহমদ, আলাল আহমদ, আব্দুল মতিন, শাহাদাত হোসেন, তানিম,  সাজন আহমদ সাজু, আজহার উদ্দিন সুজন, মোহাম্মদ ইকবাল হোসেন।

সর্বশেষ