নতুন বছরের শুরু থেকেই দিন দিন সিলেট শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে আজকে সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে নগরী কুয়াশা ও ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা।
আজ বুধবার ৮ জানুয়ারি বেলা সকাল ৯ টায় সূর্যের দেখা মিলেছে না এখনও তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই শীতে কাবু হয়ে পড়েছে নগরীর শিশুসহ নানা বয়সী মানুষ।
আমির আলী জানান, কুয়াশা বা শীতের কারণে ঘরে বসে থাকলে পেট চলবে না। তাই কুয়াশা বাড়লেও বাইরে কাজের জন্য বের হতে হয়। কাজ না পেলেও উপায় নেই।’
মতামত দিন