বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা নিয়ে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে যাচ্ছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল কয়েস লোদী।
প্রত্যেক দিন মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির আমন্ত্রণে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষে কাছে পৌছে দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার বার্তা।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর আম্বরখানা এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলিন কালে কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দিতে হবে। আর সেই বার্তা কি তা ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রশংসনীয় হয়েছে। তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলেছেন। বলেছেন রাষ্ট্র কি ভাবে আগামী দিনগুলোতে পরিচালিত হবে। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের বার্তা বিএনপির ৩১ দফা নগরবাসীর কাছে পৌছে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,মহানগর বিএনপি ৪ নং ওয়ার্ড সভাপতি মিজান আহমদ,সাধারন সম্পাদক আলমগীর হোসেন,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি মোঃ আব্দুর রহিম,মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক হাসান আহমদ রাসেল,জেলা যুবদল সহ সাধারন সম্পাদক সায়েদ আহমদ দিপক,৪নংওয়ার্ড বিএনপি নেতা সায়েল আহমদ নয়ন,মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ,মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক আলী ইসলাম,মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী সপন প্রমুখ।
মতামত দিন